১৯ জুলাই, ২০১৮ ০৯:৫৯

২২টি ভাষায় বক্তব্য দেবেন ভারতীয় রাজ্যসভার সাংসদরা

অনলাইন ডেস্ক

২২টি ভাষায় বক্তব্য দেবেন ভারতীয় রাজ্যসভার সাংসদরা

ফাইল ছবি

ভারতের রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বুধবার ঘোষণা করেছেন, সংসদের উচ্চকক্ষে এবার থেকে ২২ ভাষায় কথা বলতে পারবেন সাংসদরা। এতদিন ১৭টি ভাষায় কথা বলার সুবিধা ছিল।

এবার যোগ হয়েছে আরও পাঁচটি ভাষা। এগুলো হল ডোগরি, কাশ্মীরি, কোঙ্কনি, সাঁওতালি ও সিন্ধি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অন্য ১৭টি ভাষার মধ্যে আছে আসামিজ, বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালায়াম, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু ও উর্দু।

সবার বোঝার সুবিধার্ধে প্রত্যেক ভাষার জন্য অনুবাদকের ব্যবস্থা আছে রাজ্যসভায়। তারা রাজ্যসভায় সাংসদদের বক্তব্য সাথে সাথে অনুবাদ করে দেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর