১৯ জুলাই, ২০১৮ ১০:৩৫

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় রাশিয়া

অনলাইন ডেস্ক

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরোধিতায় রাশিয়া

ভিয়েনাভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরান থেকে রপ্তানি করা তেল আন্তর্জাতিক বাজারকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মঙ্গলবার রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান থেকে রপ্তানি করা তেল আন্তর্জাতিক বাজারকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এসময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞারও বিরোধিতা করে
উলিয়ানভ আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সঙ্গে যদি এসব দেশকে অর্থনৈতিক লেনদেন করতে হয় তাহলে অনেক কাজ করতে হবে যার সঙ্গে ব্যাংকিং, বিনিয়োগ, প্রযুক্তি, বাণিজ্য ও পরিবহনের মতো বহু বিষয় জড়িত। সেক্ষেত্রে মন্ত্রী পর্যায়ের আরও বহু বৈঠকের প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবার ঘোষণা দেন। পরে তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর