১৯ জুলাই, ২০১৮ ১০:৫১

৮০০ ট্যাংক পাচ্ছে ইরানি সেনারা

অনলাইন ডেস্ক

৮০০ ট্যাংক পাচ্ছে ইরানি সেনারা

ইরানের সামরিক বাহিনীকে আরও ৮০০ ট্যাংক সরবরাহ করা হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ট্যাংক ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনীকে দেয়া হবে। এর মধ্যে ইরানের বিখ্যাত কারার ট্যাংকও থাকবে।

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী রেজা মোজাফফারি-নিয়া বুধবার বার্তা সংস্থা তাসনিম নিউজকে একথা জানান। তিনি জানান, সেনাবাহিনী এবং আইআরজিসি’র চাহিদা পূরণের জন্য ইরান প্রতি বছর ৫০ থেকে ৬০টি ট্যাংক তৈরি করে।

গত বছরের মার্চ মাসে ইরান উন্নতমানের কারার ট্যাংকের উদ্বোধন করে। উভচর শেণির এ ট্যাংককে ইরানি প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে গণ্য করা হচ্ছে। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান বলেছিলেন- গোলাবর্ষণের ক্ষমতা, নিখুঁতভাবে গোলা নিক্ষেপ এবং চলাচলের ক্ষমতার কারণে এ ট্যাংক বিশ্বের সবচেয়ে উন্নত ট্যাংকের অন্যতম। এতে রয়েছে উন্নত প্রযুক্তির সমন্বয় এবং ট্যাংকটি দিনে ও রাতে সমানভাবে কাজ করতে পারে।

বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর