Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুলাই, ২০১৮ ০৮:২৬ অনলাইন ভার্সন
আপডেট : ২০ জুলাই, ২০১৮ ১৩:৪৯
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্ক
মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

দক্ষিণ এবং মধ্য মেক্সিকোতে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে বৃহস্পতিবারের এই ভূমিকম্পতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, এই ভূকম্পনে মেক্সিকো সিটির অফিস টাওয়ার সাময়িকভাবে খালি করে দেওয়া হয়। ইউ.এস জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ৮.৩০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। মেক্সিকোর রাজধানীর দক্ষিণ-পূর্ব থেকে থেকে প্রায় ১৪০কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ৭.১ তীব্রতায় ভূমিকম্প হয়েছিল। তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। 

বিডি প্রতিদিন/ ২০ জুলাই ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow