২০ জুলাই, ২০১৮ ১২:৩২

ইসরায়েলের পরমাণু তথ্য চুরির দাবি প্রতারণাপূর্ণ: ইরান

অনলাইন ডেস্ক

ইসরায়েলের পরমাণু তথ্য চুরির দাবি প্রতারণাপূর্ণ: ইরান

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ইরান-ইসরায়েল সম্পর্ক। পাল্টাপাল্টি বাকযুদ্ধে জড়িয়ে পড়ছে দেশ দু'টো। তারই জের ধরে পরমাণু তথ্য চুরি করার ইসরাইলি দাবির ঘটনাকে পুরোপুরি প্রতারণাপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের মুখপাত্র মিরইউসেফি। তিনি বলেন, তেহরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার লক্ষ্যে নেতানিয়াহু এসব শিশুসুলভ নাটক সাজাচ্ছেন।

ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ অবস্থিত একটি পারমাণবিক কেন্দ্র থেকে বিপুল পরিমাণ গোপন তথ্য চুরি করেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তাকে নিতান্তই হাস্যকর এবং ভুয়া বলে নাকচ করে দিয়েছে তেহরান।

উল্লেখ্য, গত এপ্রিলে নেতানিয়াহু কিছু ছবি, সিডি ও কাগজ টেলিভিশন ক্যামেরার সামনে তুলে ধরে দাবি করেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। নেতানিয়াহু দাবি করেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ইরান বিশ্বকে মিথ্যা বলেছে এবং পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচিকে গোপন রাখার প্রচেষ্টা জোরদার করছে। 

বিডি প্রতিদিন/ ২০ জুলাই ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর