২২ জুলাই, ২০১৮ ১০:৩৯

ভারতে গরু পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

ভারতে গরু পাচারকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

ভারতে গরু পাচারকারী সন্দেহে আকবর খান (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে৷শুক্রবার রাতে রাজস্থানের আলোয়ারে তাকে পিটিয়ে হত্যা করে স্বঘোষিত গোরক্ষকরা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷আটকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আকবরের বাবা৷

মৃত আকবর হরিয়ানার কোলগাঁওয়ের বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে দুটি গরু নিয়ে গ্রামের দিকে ফিরছিলেন আকবর৷তখন তার সাথে একজন সঙ্গীও ছিলেন৷ সেই সময় কিছু যুবক তাদের পথ আটকায়৷ আকবর ও তাঁর সঙ্গীকে গরু পাচারকারী সন্দেহে পেটাতে শুরু করে৷ এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় আকবরের৷ আশঙ্কাজনক অবস্থা তার সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়৷

ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগে গেছে৷ কংগ্রেস যথারীতি বিজেপির সরকারের উপর সব দায় চাপিয়েছে৷ রাজস্থানের কংগ্রেস নেতা শচিন পাইলট জানিয়েছেন, সন্দেহের বশে খুন বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিচিত ঘটনা৷ জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেন৷ জানান, দেশের ইতিহাসে ১৯৮৪ সালে শিখদের সঙ্গে যা হয়েছিল সেটাই সবচেয়ে বড় গণপিটুনির ঘটনা৷ ওদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ট্যুইট করে ঘটনার নিন্দা করেন৷ জানান, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন।

বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর