২২ জুলাই, ২০১৮ ১১:২১

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস, দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁস, দাবি রাশিয়ার

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে ক্ষমতাধর দেশগুলো। চলছে গবেষণা আর ভয়ঙ্করসব আবিষ্কার। তবে রাশিয়ার আশঙ্কা, একটি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে শব্দের চেয়েও পাঁচগুন দ্রুত গতি সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য পশ্চিমা গোয়েন্দাদের কাছে ফাঁস হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদস্যরা রাষ্ট্রায়ত্ব মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসে অভিযান চালিয়েছে। তল্লাশি চালানো হয়েছে গবেষণা কেন্দ্রের এক পরিচালকের কক্ষে। সন্দেহের তালিকায় রয়েছে ওই কেন্দ্রের অন্তত ১০ কর্মী।

জানা যায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার কিনজর ও আভানগার্ড নামের দু'টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভিডিও অবমুক্ত করে। দু'টি ক্ষেপণাস্ত্রই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে এ ব্যাপারে রুশ সামরিক বিশেষজ্ঞ পাভেল ফেলগেনহার বিবিসিকে বলেছেন এই ক্ষেপণাস্ত্র দুটির কার্যকারিতা নিয়ে তিনি সন্দিহান। গোয়েন্দা অনুসন্ধান রাজনৈতিকভাবে বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ২২ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর