২২ জুলাই, ২০১৮ ২২:২৫

জার্মান সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাচ্ছে বিদেশিরা

অনলাইন ডেস্ক

জার্মান সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাচ্ছে বিদেশিরা

জার্মান সরকার সে দেশের সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের চাকরির সুযোগ দেয়ার চিন্তা করছে। এর বিনিময়ে বিদেশিদের জার্মানির নাগরিকত্ব গ্রহণ করতে হবে। রাশিয়ার একটি দৈনিক পত্রিকা শনিবার এই তথ্য জানেয়েছে। 

পত্রিকাটি জানিয়েছে, জার্মান সেনাবাহিনীতে নতুন লোকজনের যে ঘাটতি রয়েছে তা পূরণ করার জন্য জার্মান সরকার এই চিন্তা-ভাবনা করছে। এর পেছনে যুক্তি দেখানো হচ্ছে যে, কোনো নারী বা পুরুষ যদি জীবনের ঝুঁকি অনুভব করে তাহলে তারা জার্মান নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেনাবাহিনীতে অংশ নিতে পারে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সিডিইউ পার্টির সঙ্গে ঘনিষ্ঠ ব্যাভারিয়ান ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন পার্টি এই প্রস্তাব দিয়েছে। দলের প্রতিরক্ষা নীতি বিষয়ক কর্মকর্তা বলেছেন, ইউরোপীয় ফ্রি মুভেমেন্টের মধ্যে থেকেই আধুনিক মডেল ব্যবহার করা যেতে পারে।  

সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের ফলে জাতীয় নাগরিকত্বের প্রতি অনুগত থাকার ধারণা ক্ষতিগ্রস্ত হবে। 

জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাটিক দলের প্রতিরক্ষা নীতি বিষয়ক মুখপাত্র বলেছেন, যদি বিদেশী নাগরিকদের সেনাবাহিনীতে ভর্তির সুযোগ দেয়া হয় তাহলে জার্মান বাহিনী ভাড়াটে সেনাতে পরিণত হবে।-রেড়িও তেহরান

বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর