২৩ জুলাই, ২০১৮ ১৯:৩২

ভিয়েতনামে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ভিয়েতনামে আকস্মিক বন্যায় ২০ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

ভিয়েতনামের ইয়েন বাই প্রদেশে ঝড়-বৃষ্টি ও বন্যায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

স্থানীয় লুইং ভ্যান হং বলেন, বন্যা এতো দ্রুত এসেছে যে আমরা আশ্রয় নিতেও সময় পাইনি। সামান্য সময়ে কিছু বাসিন্দা উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিতে পেরেছে।

লং চাঁন জেলা চেয়ারম্যান নাগুয়েন জুয়ান হং বলেন, ঘুমন্ত অবস্থায় ওই গ্রামের চার পরিবারের লোকজনকে বন্যার পানি ভাসিয়ে নিয়ে যায়। পরে সোমবার স্থানীয় সময় সকালে বসতভিটা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শিশুসহ কয়েকজনের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

এর আগে গত সপ্তাহেও ও এলাকায় বন্যায় ১০ জন নিখোঁজ হয়েছিল। দেশটিতে প্রতিবছরই বন্যায় অনেক মানুষ মারা যায় বলে নাগুয়েন জুয়ান উল্লেখ করেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর