শিরোনাম
২৩ জুলাই, ২০১৮ ১৯:৫৮

দুই যুগ ধরে যাত্রী খুঁজে বেড়ান পাকিস্তানি ট্যাক্সি চালক জাহিদা

অনলাইন ডেস্ক

দুই যুগ ধরে যাত্রী খুঁজে বেড়ান পাকিস্তানি ট্যাক্সি চালক জাহিদা

সংগৃহীত ছবি

জাহিদা কাজমি। পাকিস্তানের একজন নারী ট্যাক্সি চালক। ১৯৯২ সালে ৩৩ বছর বয়সে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ড্রাইভিং পেশা বেছে নেন এই নারী। এরপর গত হয়েছে দুই যুগেরও অধিক সময়। এর মধ্যে নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন এ নারী। প্রতিষ্ঠা করেছেন ইয়েলো ট্যাক্সি ক্লাব নামের একটি সংগঠন। বর্তমানে তিনি এ সংগঠনের প্রধানের দায়িত্ব পালন করছেন। কিন্তু তার ট্যাক্সি ড্রাইভার হয়ে উঠা নিয়ে সহ্য করতে হয়েছে বিদ্রুপ, তিরষ্কার লাঞ্চনা। তবু থেমে থাকেননি এ নারী। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

পাকিস্তানের প্রথম নারী ট্যাক্সি ড্রাইভার বলছিলেন, 'আমি যদি একজন নারী হিসেবেই ঘর থেকে বের হতাম তাহলে কিছুই করতে পারতাম না। পুরুষদের সঙ্গে প্রতিযোগীতা করার জন্য আমাকে পুরুষদের মতোই দক্ষতা অর্জন করতে হয়েছে।'

স্বামীর মৃত্যুতে দুইবার বিধবা হওয়া জাহিদা একজন স্বাধীনচেতা, সাহসী ও রাস্তার জ্ঞানী ও দক্ষ উদ্যোক্তা হিসেবেও পরিচিতি লাভ করেছেন। কিন্তু এখন এই ৫৬ বছর বয়সেও সংসার চালাতে তাকে রাওয়ালপিন্ডির ধুলোমাখা রাস্তায় সংগ্রাম করতে হচ্ছে।

জাহিদা বলেন, ‘আমার জীবনটা একটা বড় সংগ্রাম। পাকিস্তানে নারী হয়ে জন্মগ্রহণ করাটাই যেন একটা পাপ। আর পুরুষ হয়ে জন্মানোটা সৌভাগ্যের। একজন নারী যত কঠোর পরিশ্রমই করুক না কেন লোকে বলবে এটা নারীর শ্রম। পুরুষের সমান মূল্যায়ন করা হবে না তার কাজের।’

জাহিদা বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ার জন্য দায়ী। আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে আমার কোনো ভবিষ্যত হতো না। আজকের এই অবস্থানে আসার জন্যে আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে।’

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর