১৪ আগস্ট, ২০১৮ ১৩:৪৭

গোপনে মিশর সফরে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

গোপনে মিশর সফরে নেতানিয়াহু

সিসির সঙ্গে নেতানিয়াহুর বৈঠক (ফাইল ছবি)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মে মাসে গোপনে মিশর সফর করেছেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’র সঙ্গে কথা বলার জন্য এ সফর অনুষ্ঠিত হয় বলে চ্যানেল-১০ জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২২ মে কায়রো সফরে যান নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ওই উপত্যকায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শাসন পুনর্বহাল করার উপায় তিনি সিসির সঙ্গে কথা বলেন।

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ‌১৪ মে গাজা-ইসরায়েল সীমান্তে ব্যাপক প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। ওই প্রতিবাদ বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে অন্তত ৫৮ ফিলিস্তিনি যুবক নিহত হন।

রক্তক্ষয়ী ওই হামলার এক সপ্তাহ পর মিশর সফরে যান প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর মিশর সফরের খবর এমন সময় প্রকাশিত হলো যখন গত দু'দিনে গাজার প্রায় ১৫০ অবস্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের আরেকটি যুদ্ধ 'অবশ্যম্ভাবী' হয়ে পড়েছে।

বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর