১৪ আগস্ট, ২০১৮ ১৭:৫২

'ফের ক্ষমতায় এলে গোটা দেশেই নাগরিক পঞ্জি তালিকা করা হবে'

দীপক দেবনাথ, কলকাতা:

'ফের ক্ষমতায় এলে গোটা দেশেই নাগরিক পঞ্জি তালিকা করা হবে'

২০১৯ সালে ভারতের কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে গোটা দেশেই জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তালিকা তৈরি করা হবে বলে জানিয়েছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি ওম মাথুর। সোমবার রাজস্থানের জয়পুরের ঝুনঝুনু জেলায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাথুর জানান, ‘গোটা দেশই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সমস্যায় ভুগছে। দেশে একটা শহরও নেই যারা এই বাংলাদেশি অনুপ্রবেশকারীর সমস্যায় ভুগছে না। এই অনুপ্রবেশকারীদের থাকার জন্য দেশকে ধর্মশালায় পরিণত করা হবে না। 

প্রত্যয়ের সাথে তিনি জানান, ‘২০১৯ সালে লোকসভার ভোটের পর আবার মোদি সরকার ক্ষমতায় আসবে। আর তারপরই গোটা দেশেই এই নাগরিক পঞ্জিকরণ তালিকা তৈরি করা হবে।’  

এই ইস্যুতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করে বিজেপির এই বর্ষীয়াণ ও প্রভাবশালী নেতা বলেন, ‘দেশের দুই সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার পুত্র রাজীব গান্ধী এনআরসি ইস্যুতে উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধী তাঁর পরিবারের প্রতি অনুগত নয়, তাই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার কেন্দ্রে দশ বছর ক্ষমতায় থাকলেও রাহুল এনআরসি বাস্তবায়নে সাহস দেখাতে পারেনি।’ 

ওম মাথুরের অভিমত ‘এনআরসি বিজেপি’র উদ্যোগ নয় এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধায়নেই অাসামে জাতীয় নাগরিক পঞ্জির খসড়া তৈরির পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে।’ 

বিজেপি নেতার ওই মন্তব্যের পরই দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে। 


বিডি প্রতিদিন/১৪ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর