১৪ আগস্ট, ২০১৮ ১৭:৫৮

এবার ট্রাম্পের সঙ্গে সাবেক নারী উপদেষ্টার ফোনালাপ ফাঁস

অনলাইন ডেস্ক

এবার ট্রাম্পের সঙ্গে সাবেক নারী উপদেষ্টার ফোনালাপ ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথনের একটি রেকর্ড ফাঁস করেছেন তার সাবেক একজন নারী উপদেষ্টা। গত বছর ওই নারীকে চাকরিচ্যুত করা হয়। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি সেই রেকর্ড সম্প্রচার করেছে।

ওমারোসা ম্যানিগাল্ট নিউম্যান নামে ওই নারীর চাকরি হারানোর ব্যাপারে ট্রাম্পকে বলতে শোনা যায়, 'এ ব্যাপারে কেউ আমাকে কিছুই বলেনি।'

এ বিষয়ে সোমবার ট্রাম্প এক টুইট বার্তায় জানান, চাকরি হারানোর পর ওমারোসা তার ওপর আক্রমণ করতে শুরু করেছিল। 

তিনি লিখেন, ওমারোসা ম্যানিগাল্টকে তিনবার চাকরিচ্যুত করা হয়েছিল। এইবার শেষবারের মতো তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সে আমার কাছে কাজের জন্য ভিক্ষা চেয়েছিলেন। আমি বলেছিলাম, ঠিক আছে। হোয়াইট হাউসের সবাই তাকে ঘৃণা করত। সে উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, তবে স্মার্ট না। আমার সঙ্গে তার দেখা হয়নি তেমন...তবে অনেক বাজে কথা শুনেছি।  এ বিষয়ে তিনি এ ধরনের কাজ করতে পারেন না, কখনোই করতে পারেন না।

এ সময় ট্রাম্প ওমারোসা বিরুদ্ধে লোকেদের সঙ্গে অশ্লীল আচরণ, ক্রমাগত মিটিং ও কাজ নষ্ট করার অভিযোগ তোলেন। 

ট্রাম্প লিখেন, জেনারেল কেলি যখন বোর্ডে এসেছিলেন তখন তিনি আমাকে বলেছিলেন, তিনি (ওমারোসা) একজন লুজার এবং সমস্যা ছাড়া কিছুই নয়। আমি তাকে এ বিষয়ে কাজ করতে বলি, যদি সম্ভব হয়, কারণ চাকরি ছাড়ার আগ পর্যন্ত সে আমাকে নিয়ে “গ্রেট” কথা বলেছেন।

ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি জানান, হোয়াইট হাউসে ব্যক্তিগত আলাপ রেকর্ড করার ব্যাপারে যে ধরনের আইন রয়েছে, তা ওমারোসা অমান্য করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ওমারোসা শীঘ্রই একটি স্মারক প্রকাশ করবেন। এদিকে ওমারোসার এ ধরনের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে তাকে একজন অসন্তুষ্ট প্রাক্তন কর্মচারী হিসাবে বর্ণনা করা হয়েছে।

বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর