Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ আগস্ট, ২০১৮ ০৩:০৯ অনলাইন ভার্সন
পুলিশের সামনেই চুম্বনরত অবস্থায় গ্রেফতার পাকিস্তানি যুগল
অনলাইন ডেস্ক
পুলিশের সামনেই চুম্বনরত অবস্থায় গ্রেফতার পাকিস্তানি যুগল
প্রতীকী ছবি

গাড়ির মধ্যেই ভালবাসাতে মেতে উঠেছিল এক যুগল। আর তাতেই ঘটে বিপত্তি ৷ চুম্বনরত অবস্থায় প্রেমিক প্রেমিকাকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের সিটি সেন্টারে। বৃষ্টির মধ্যেও যথেষ্ট ভিড় ছিল গত বুধবার সেই এলাকায়। ভিড়ের মধ্যেই গাড়িতে একান্তে দু’জনে গল্প করার জন্য নিজেদের গাড়িতে ওঠেন সেই যুবক যুবতী ৷ এরপর শুরু হয় ঘনিষ্ঠটা। গাড়ির কাঁচ তোলা থাকলেও আশেপাশের যারা ছিলেন, তাদের বিষয়টি নজর এড়ায়নি।

আচমকাই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ইসলামাবাদের পুলিশ। কিন্তু এরপরও হুঁশ ফেরেনি তাদের ৷ চারপাশের ব্যস্ত দুনিয়া থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে তারা পুলিশের সামনেও অনবরত একে অপরকে চুমু খাচ্ছিলেন।

অভিযুক্ত যুগলকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে জামিনে তাদের ছেড়ে দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, এই প্রথম নয়। পাকিস্তানে প্রায়ই হেনস্থার মুখে পড়তে হয় এমন যুগলদের। 

 
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow