Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ আগস্ট, ২০১৮ ০৯:০১ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ আগস্ট, ২০১৮ ০৯:১৪
'বাণিজ্যযুদ্ধ' নিরসনে আগস্টেই সংলাপে বসছে যুক্তরাষ্ট্র-চীন
অনলাইন ডেস্ক
'বাণিজ্যযুদ্ধ' নিরসনে আগস্টেই সংলাপে বসছে যুক্তরাষ্ট্র-চীন

আমদানি পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপকে কেন্দ্র মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র-চীন। অন্যভাবে বললে, একপ্রকার বাণিজ্যযুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। তবে এই অবস্থা নিরসনে সংলাপে বসতে যাচ্ছে দু’পক্ষ। বাণিজ্য বিষয়ক সংলাপের জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয় আগস্টের শেষেই একজন ঊধ্বর্তন আলোচনাকারীকে ওয়াশিংটনে পাঠাবে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌওয়েনের নেতৃত্বাধীন একটি দল মার্কিন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ড্যাভিড ম্যালপাসের সঙ্গে সাক্ষাৎ করবেন। বলা হয়, ‘একতরফা বাণিজ্য, বাণিজ্য সংরক্ষণবাদ চর্চার বিরোধিতা করে বক্তব্য পুনর্ব্যক্ত করবে চীন। এছাড়া একতরফা বাণিজ্য নিষিদ্ধের পদক্ষেপকেও মেনে না নেওয়ার কথা ব্যক্ত করা হবে।’

এছাড়া সমতা, সততা, পারস্পরিক আলোচনার ভিত্তিতে যেকোনো আলোচনা ও সংলাপকে চীন স্বাগত জানাবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow