১৭ আগস্ট, ২০১৮ ১২:১১

ভয়ঙ্কর রূপ নিয়েছে কেরালার বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১০৬

অনলাইন ডেস্ক

ভয়ঙ্কর রূপ নিয়েছে কেরালার বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ১০৬

টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া কমপক্ষে ১ লাখ ৫০ হাজার মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছেন। 

এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত কয়েকদিনের বন্যায় শেষ খবর পর্যন্ত ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, এক সপ্তাহ ধরে চলা এই টানা বর্ষণ এর ভেতর থেমে যাওয়ার আশা করা হলেও এটি আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, প্রায় এক শতকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বৃষ্টিপাতের কারণে রাজ্যজুড়ে জরুরি সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।

জানা গেছে, বন্যার কারণে কেরালার বিভিন্ন জায়গায় রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। অনেক ট্রেন বাতিল করা হয়েছে। দুই-এক জায়গায় ট্রেন চললেও সেগুলো বিলম্বে আসা-যাওয়া করছে। বন্যার ফলে রাজ্যের ১০ হাজার কিলোমিটারের বেশি রাস্তার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। 

সূত্র: বিবিসি ও  টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর