১৭ আগস্ট, ২০১৮ ১৩:০১

পদত্যাগ করছেন দুতার্তে!

অনলাইন ডেস্ক

পদত্যাগ করছেন দুতার্তে!

ফাইল ছবি

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অত্যান্ত কঠোর অভিযান চালিয়েও সফলতা পাননি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তাই ব্যর্থতায় হতাশ হয়ে শেষের আগেই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি দুতার্তে একাধিকবার বলেন, ‘দুর্নীতি ও মাদক বন্ধ না হওয়ায় আমি হতাশ। তাই চলে যেতে চাই।’

তবে তার শর্ত হলো- পদত্যাগের আগে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পেতে হবে ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিন্যান্দ মার্কোসের ছেলে মার্কোস জুনিয়রকে। ফিলিপাইনে প্রেসিডেন্ট পদত্যাগ করেন ভাইস প্রেসিডেন্টের কাছে।

বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হলেন লিনি রব্রেডো। তিনি বিরোধী দলের প্রধান। ২০১৬ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে মার্কোস জুনিয়রকে পরাজিত করেন তিনি। তবে ওই নির্বাচনের ফলাফল নিয়ে এখনও আদালতে মামলা চলছে।

বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর