১৭ আগস্ট, ২০১৮ ২২:২৩

সৌদি বাদশাহ'র সঙ্গে সাক্ষাৎ মিসরের প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক

সৌদি বাদশাহ'র সঙ্গে সাক্ষাৎ মিসরের প্রেসিডেন্টের

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সৌদি আরবের নেওমে শহরে এক সংক্ষিপ্ত সফর করেছেন। সৌদি আরবের সঙ্গে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের প্রকল্পের কাজ শুরু হওয়ার পর প্রথমবারের মতো নেওমে সফর করলেন সিসি।

মঙ্গলবার রাতে সেখানে তিনি সৌদি বাদশাহ আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন। সফরে দুই আরব হেভিওয়েটদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় বলে জানা গেছে। খবর সৌদি আরবের গলফ নিউজ'র।

মিসরীয় প্রেসিডেন্টের মুখপাত্র বাসাম রাডি জানান, দুই নেতা আরব অঞ্চলের সাম্প্রতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব নিয়েও আলোচনা করা হয়।

ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বে মনসুর হাদির কায়রো সফরের একদিন পর নেওম সফর করলেন সিসি। এ প্রসঙ্গে সিসি বলেন, ইয়েমেনের স্থিতিশীলতা মিসরের জাতীয় নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সৌদি আরব মিসরের প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক বন্ধু এবং ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের মিত্র মিসর।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর