শিরোনাম
১৮ আগস্ট, ২০১৮ ১৩:০০

বোমা আতঙ্কে ৯ বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক

বোমা আতঙ্কে ৯ বিমানের জরুরি অবতরণ

ফাইল ছবি

বোমা হামলার আতঙ্কে বৃহস্পতিবার চিলিতে ৯টি বিমান জরুরি অবতরণ করেছে। চিলি, আর্জেন্টিনা ও পেরুগামী বিমানগুলো অবতরণে বাধ্য হয় বলে চিলি কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ব্যাপারে পেরুর যোগাযোগ মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বোমা নিস্ক্রিয়কারীদের একটি দল বিষয়টি দেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে চিলির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক ভিক্টর ভিল্লালবস জানিয়েছেন, বৃহস্পতিবার সর্বমোট ১১টি হুমকি পাওয়া গেছে। এগুলোর মধ্যে ‍দু'টি ছিল ভুয়া ফ্লাইট নিয়ে। বাকী নয়টি ফ্লাইট চালু ছিল। এসব ফ্লাইটের মধ্যে দুটি বিমান চিলির লাটাম এয়ারলাইন্সের এবং তিনটি স্বল্প খরচের স্কাই এয়ারলাইন্সের।

তিনি জানান, অবতরণের পর প্রতিটি বিমানে তল্লাশি চালানো হয়েছে এবং সব কয়টিকে বোমামুক্ত ঘোষণা করা হয়েছে। পরে এগুলোর অন্তত একটিকে পুনরায় উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর