১৯ আগস্ট, ২০১৮ ০২:১৮

আফগানিস্তানে 'গুপ্ত হামলা' অব্যাহত!

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে 'গুপ্ত হামলা' অব্যাহত!

আফগানিস্তানের গজনীর বিভিন্ন এলাকায় তালিবানমুক্ত খবর ছড়ালেও জঙ্গিদের গুপ্ত হামলা চলছেই! কাবুল-গজনী সড়কেই আইইডি ছড়িয়ে আছে বলে জানাচ্ছে মার্কিন সেনা। এই পরিস্থিতিতে গজনীর পাশে দাঁড়ানো কঠিন হয়ে পড়ছে বলে জাতিসংঘের পক্ষ থেকে জানান হয়েছে।

গত ২ সপ্তাহ ধরে গজনীজুড়ে তালিবানের তাণ্ডব চলেছে। সড়ক থেকে টেলিযোগাযোগ ব্যবস্থা সব ধ্বংস করা হয়েছে। এখনো বেশ কিছু জায়গায় তালিবানদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় ত্রাণের জন্য বিশেষ দলকে পাঠাতে ভয় পাচ্ছে জাতিসংঘ। তালিবানি হামলায় নিহতের সংখ্যা ২০০-২৫০, আহতেরও সংখ্যা বহু। জাতিসংঘের মুখপাত্র জেনস্ লার্ক জানাচ্ছেন, গজনী একেবারেই নিরাপদ নয়। দেশটির সেনার দখলে গজনী এলেও তালিবানমুক্ত হয়নি বলে দাবি করছেন তিনি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর