১৯ আগস্ট, ২০১৮ ১১:১৭

অর্থ পাচার রোধে ব্রিটেনের সহায়তা চাইলেন ইমরান খান

অনলাইন ডেস্ক

অর্থ পাচার রোধে ব্রিটেনের সহায়তা চাইলেন ইমরান খান

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিয়েছেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। আর ক্ষমতা গ্রহণের পরই কালো টাকার সমস্যা সমাধানে নামলেন ইমরান। এই পদক্ষেপকে বাস্তবায়িত করতে দ্বারস্থ হলেন ব্রিটেনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হওয়ায় ইমরান খানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পাশাপাশি বিভিন্ন সেক্টরে পাকিস্তানের সঙ্গে পার্টনারশিপে ব্রিটেন ইচ্ছুক সে কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, কোন দেশের উন্নয়নের ক্ষেত্রে আর্থিক দুর্নীতি, কালো টাকা অন্যতম অন্তরায়। আর এই দুর্নীতি দমনে এবার ব্রিটেনের সহায়তা চাইছে পাকিস্তান। ইমরান খানের চিন্তা-ভাবনাকে ইতিমধ্যে সমর্থনও করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

শনিবার সকালে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে বিশ্বের প্রথম কোন ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েন ইমরান খান। এদিন সকালে পাক রাষ্ট্রপতি ভবন আইওয়ান ই সদর-এ অনুষ্ঠিত হয় শপথ গ্রহণের অনুষ্ঠান। 

বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর