১৯ আগস্ট, ২০১৮ ১৩:১৮

ভেনেজুয়েলার অভিবাসীদের ঠেকাতে কঠোর ইকুয়েডর

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার অভিবাসীদের ঠেকাতে কঠোর ইকুয়েডর

অর্থনৈতিক ও রাজনীতিক সঙ্কট থেকে বাঁচতে ভেনেজুয়েলার হাজার হাজার নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। আর তাদের প্রবেশাধিকার সীমিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে অন্য দেশগুলো। সম্প্রতি ভেনেজুয়েলার অভিবাসীদের ঠেকাতে নতুন আইন জারি করেছে ইকুয়েডর।

এখন থেকে পাসপোর্ট ছাড়া কলম্বিয়া হয়ে ইকুয়েডরে প্রবেশ করতে পারবে না ভেনেজুয়েলার নাগরিকরা। ইকুয়েডরের নতুন এ পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে কলম্বিয়া। তাদের বক্তব্য, এতে ভেনেজুয়েলার অসহায় অভিবাসীরা সীমান্তে আটকা পড়বে। 

ভেনেজুয়েলায় গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি এবং খাবার ও ওষুধের ঘাটতি চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দিতে ভেনেজুয়েলার অধিকাংশ অভিবাসী পাশ্ববর্তী দেশ পেরু ও চিলিতে চলে যাচ্ছে। অনেকে ব্রাজিলের শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন। সম্প্রতি তাদের দেশে ফেরত পাঠাতে শিবিরে হামলা চালিয়েছে ব্রাজিলের স্থানীয় বাসিন্দারা। সূত্র: বিবিসি  
  
বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর