Bangladesh Pratidin

প্রকাশ : ২০ আগস্ট, ২০১৮ ০৩:২৪ অনলাইন ভার্সন
ইমরান খানের শপথে কী করলেন সিধু?
অনলাইন ডেস্ক
ইমরান খানের শপথে কী করলেন সিধু?
সংগৃহীত ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি করে বিতর্ক তৈরি করলেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু৷ এমনকী পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশের আসনেই বসেন তিনি।

নীল শ্যুট ও গোলাপী পাগড়িতে সিধু হাজির ছিলেন ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে৷ ইসলামাবাদের আইওয়ান-ই-সদর (প্রেসিডেন্ট হাউস)-এ অনুষ্ঠানের বিলাসবহুল আয়োজন করা হয়৷ স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার কিছু পরে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান৷ কোরআন পাঠ ও পরে পাকিস্তানের জাতীয় সঙ্গীত শেষে ছাই রঙের শেরওয়ানি পড়ে স্টেজে ওঠেন ইমরান৷

এদিন দেখা যায়, সিধু বসে রয়েছেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশেই৷ বসার আগে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে কোলাকুলি ও আড্ডায় মাতেন সিধু৷ এরপরই তীব্র সমালোচনা শুরু হয়ে যায় ভারতে৷ 

জম্মু-কাশ্মীর কংগ্রেসের প্রধান গুলাম আহমেদ মীর বলেন, ‘উনি একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষ ও একজন মন্ত্রী৷ উনিই বলতে পারবেন, এটা কেন করলেন৷ উনি সেই কোলাকুলি এড়াতে পারতেন৷’

যদিও সিধু চেনা মেজাজেই ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে৷ পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে তিনি কবিতা করে বলেন, ‘আমি এখানে রাজনৈতিক নেতা হিসেবে আসিনি৷ এসেছি একজন বন্ধু হিসেবে৷ আমার বন্ধু ইমরান খানের খুশির ভাগীদার হতে এসেছি৷ আমি ইমরান সাহেবকে একটি কাশ্মীরি শাল উপহার দিয়েছি৷’

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে সিধু ছাড়াও সুনীল গাভাস্কার ও কপিল দেবের আমন্ত্রণ ছিল৷ কিন্তু তারা ব্যক্তিগত কাজ আছে বলে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিলর করেছেন।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow