২০ আগস্ট, ২০১৮ ০৮:২২

মিশরে ইন্টারনেট নিয়ন্ত্রণে কঠোর আইন অনুমোদন

অনলাইন ডেস্ক

মিশরে ইন্টারনেট নিয়ন্ত্রণে কঠোর আইন অনুমোদন

ফাইল ছবি

মিশরে ইন্টারনেট নিয়ন্ত্রণে আইন অনুমোদন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ‘সাইবার ক্রাইম’ নিয়ে একটি নতুন আইন স্বাক্ষর করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, সাইবার ক্রাইম নিয়ে অনুমোদন পাওয়া নতুন এ আইনটির ফলে মিশরে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে এখন ওয়েবসাইট বন্ধ করা যাবে। নতুন এ আইনের ফলে বন্ধ হতে পারে এমন ওয়েবসাইটে যে কেউ প্রবেশ, খারাপ কিছু করলে অথবা শুধু ওয়েসবাইট ভিজিট করলে তাকে কারাগারে যেতে হতে পারে কিংবা অর্থদণ্ডও হতে পারে।

দেশটির কর্তৃপক্ষ বলছেন, অস্থিরতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য নতুন এ আইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটির মানবাধিকার কর্মীরা সরকারের এ পদক্ষেপের বিরোধীতা করছেন। 

গত মাসে দেশটির সংসদে আরও একটি বিল পাস হয়। বিলটি অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঁচ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে, এমন আইডিগুলো পর্যবেক্ষণে রাখা হবে। তবে এ বিলটি এখনও প্রেসিডেন্ট সিসি অনুমোদন করেননি।


বিডি প্রতিদিন/২০ আগষ্ট ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর