Bangladesh Pratidin

প্রকাশ : ২০ আগস্ট, ২০১৮ ১২:৪৭ অনলাইন ভার্সন
কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
অনলাইন ডেস্ক
কয়েক ঘণ্টার ব্যবধানে ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প
bd-pratidin

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এবারের ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২।

রবিবার রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিলো মাত্র ১ কিলোমিটার। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার সকালে দ্বীপটিতে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিলো ৭ দশমিক ৯ কিলোমিটার।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ও ৫ আগস্ট ভূমিকম্প অনুভূত হয় লম্বকে। পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ দ্বীপে গত ৫ আগস্ট ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪শ’ ছাড়িয়েছিল। আহত হয়েছিলেন হাজারও মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছিলেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বাসিন্দা। 

বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow