২০ আগস্ট, ২০১৮ ১৩:১৬

ভেনেজুয়েলা সীমান্তে সেনা-পুলিশ পাঠাচ্ছে ব্রাজিল

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলা সীমান্তে সেনা-পুলিশ পাঠাচ্ছে ব্রাজিল

ফাইল ছবি

ভেনেজুয়েলা অভিবাসী ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার পর দেশটির সীমান্তবর্তী প্যাকারাইমা শহরে সৈন্য ও অতিরিক্ত পুলিশ পাঠাচ্ছে ব্রাজিল। রবিবার ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমের এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন।

এর আগে, শনিবার প্যাকারাইমা শহরে ভেনেজুয়েলীয় অভিবাসী ক্যাম্পে হামলা চালায় ও আগুন দেয় দুর্বৃত্তরা। এ নিয়ে আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিবাসীদের নিরাপত্তা দিতে সেখানে সৈন্য ও অতিরিক্ত পাঠাচ্ছে ব্রাজিল।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই ভেনেজুয়েলাতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। দেশটিতে মুদ্রাস্ফীতি চরম মাত্রা নিয়েছে। পাশাপাশি রয়েছে খাদ্য ও ওষুধ সংকট। এ থেকে রক্ষা পেতে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া হয়ে ইকুয়েডরে অভিবাসী হচ্ছিল বহু ভেনেজুয়েলীয়। এছাড়া, ব্রাজিলেও আশ্রয় নেয় কিছু ভেনেজুয়েলীয়।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ ২০ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর