২১ আগস্ট, ২০১৮ ০৮:৩৫

আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলা

অনলাইন ডেস্ক

আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলা

সংগৃহীত ছবি

তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে বন্দুকধারীরা গুলি করেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি। একটি গাড়ি থেকে জানালার দিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ ব্যাপারে তুরস্কের এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, গাড়ি চালানো অবস্থায় বন্দুকধারীরা সোমবার আনুমানিক ভোর ৫টায় গুলি করে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সপ্তাহে ঈদুল আযহা উপলক্ষে দূতাবাসে ছুটি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সাদা রঙের একটি গাড়ি থেকে হামলা চালানো হয়। হামলাকারী ও সেই গাড়ির খোঁজ চলছে। 

এদিকে বিশ্লেষকরা বলছেন, মার্কিন যাজক আটকের ঘটনায় তুরস্ক ও মার্কিন সম্পর্কের অবনতি ঘটেছে। এর মধ্যে আঙ্কারায় মার্কিন দূতাবাসে গুলির ঘটনা দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। 

বিডি প্রতিদিন/ ২১ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর