শিরোনাম
২১ আগস্ট, ২০১৮ ০৮:৫৬

১০ মিনিটে মার্কিন ভোটিং সিস্টেম হ্যাক ১১ বছরের শিশুর!

অনলাইন ডেস্ক

১০ মিনিটে মার্কিন ভোটিং সিস্টেম হ্যাক ১১ বছরের শিশুর!

ছবিঃ সংগৃহীত

শিশুটির নাম ইমমেত ব্রিউয়ের। বয়স মাত্র ১১ বছর। আর সেই ১১ বছরের শিশুটি মাত্র ১০ মিনিটেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেট ভোটিং ওয়েবসাইট হ্যাক করেছে। শুধু তাই নয়, ওয়েবসাইটটি হ্যাক করে নির্বাচনের ফলাফলও পরিবর্তন করে দিয়েছে শিশুটি।

প্রত্যেক বছরের মতো এবারও ডেফকন বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করে। লাগ ভেগাসে এ হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের ডেফকন আসরে ঘটেছে এই বিস্ময়কর ঘটনা। শুধু ব্রিউয়ের নয় তার মতো আরও অনেক শিশু এবারের হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নেয়।

হ্যাকাথন প্রতিযোগিতাটিতে হ্যাকার ও সাইবার নিরাপত্তাকারীরা কম্পিউটার নিরাপত্তা প্রক্রিয়া হ্যাকিং, সফটওয়্যার ও হার্ডওয়্যার সিস্টেম নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। তবে এবারের আসরে হ্যাকাথনে অংশ নেয় শিশুরা। ৮ থেকে ১৬ বছর বয়সী ৫০ জন শিশু এ বছরের হ্যাকাথন প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জনের মতো শিশু নির্বাচনী ওয়েবসাইটটি হ্যাক করতে সক্ষম হয়।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর