১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০৫:২৬

ভারতে শেয়ারবাজারে একদিনে এক লাখ কোটি রুপি গায়েব

অনলাইন ডেস্ক

ভারতে শেয়ারবাজারে একদিনে এক লাখ কোটি রুপি গায়েব

প্রতীকী ছবি

ভারতের শেয়ার বাজার সেনসেক্স ও নিফটিতে ব্যাপক ধসের ঘটনা ঘটেছে। সোমবার এই দুই শেয়ারবাজারে একদিনেই বিনিয়োগকারীদের এক লাখ কোটি রুপি গায়েব হয়ে গেছে।

সোমবার সেনসেক্সের সূচক ৫০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৩৭ হাজার ৫শ ৮৫ পয়েন্টে। আর নিফটি’র সূচক ১৩৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১১ হাজার ৩শ' ৭৭ পয়েন্ট। দিনের শুরুতে বাজার উর্দ্ধগতি থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী থাকেনি।  এদিকে বিনিয়োগকারীরা বাজার পতনের জন্য রুপির দাম কমে যাওয়া ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়াকে দায়ী করছেন। 

অন্যদিকে ভারতে রুপির দামের পতন অব্যাহত আছে। সোমবার বাজারের শুরুতেই রুপির দাম পড়ে যায় ৮১ পয়সা। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য দাঁড়ায় ৭২.৬৫। এর আগে গত ১০ সেপ্টেম্বর রেকর্ড পতন হয়েছিল টাকার। সে দিন রুপির দাম দাঁড়িয়েছিল ৭২.৬৭। 

রুপির দাম বাড়ার আর কোনোও সম্ভবনা আছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন না। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাণিজ্যে চীন-আমেরিকার বাণিজ্যযুদ্ধ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর