১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫৮

সিরিয়ার আকাশ থেকে রুশ সামরিক বিমান নিখোঁজ

অনলাইন ডেস্ক

সিরিয়ার আকাশ থেকে রুশ সামরিক বিমান নিখোঁজ

ফাইল ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠছে সিরিয়া ইস্যু। তারই জের ধরে দেশটির ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটি রাশিয়ান সামরিক বিমান নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আইআই-২০ বিমানটিতে ১৪ জন আরোহী ছিলেন। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১১টা থেকে বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, চারটি ইসরায়েলি জেট আক্রমণের কারণে রাডারে প্লেনগুলোর খোঁজ মিলছে না। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় রাশিয়ান আইআই-২০ প্লেনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনের আরোহীরা এখন কীভাবে রয়েছেন, তা বলা যাচ্ছে না। তাদের খোঁজ চলছে। উদ্ধার অভিযান চালানো হচ্ছে। 

খবরে বলা হয়, সিরিয়া উপকূলের ৩৫ কিলোমিটার দূর থেকে আইআই-২০ সামরিক প্লেনটি দেশটির হেমেইমিম সামরিক ঘাঁটিতে যাচ্ছিল। 

এদিকে রাশিয়ার সংবাদ সংস্থা তাস বলছে, চারটি ইসরায়েলি এফ-১৬ জেটের আক্রমণের পর থেকে রাডার কন্ট্রোলে খোঁজ মিলছে না সামরিক প্লেনটির। একই সময়ে রাশিয়ান রাডার কন্ট্রোল সিস্টেম ওই অঞ্চলে চারটি রকেট লাঞ্চার শনাক্ত করে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর