১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:০৭

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাকে গুলি করে হত্যা

সংগৃহীত ছবি

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তের কাছে বিএসএফের এক সেনা সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। 

মঙ্গলবার জম্মু কাশ্মীরের রামগড় এলাকায় এ ঘটনা ঘটেছে। বিএসএফ বলছে, পাকিস্তানি সেনারা তাকে হত্যা করেছে। এরপর থেকেই গোটা এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, নিহত সেনা সদস্যের নাম নরেন্দ্র কুমার। তিনি হেড কনস্টেবলের দায়িত্বে ছিলেন। তার শরীরে তিনটি ক্ষতচিহ্ন রয়েছে। যা থেকে বুঝা যায়, তাকে মোট তিনবার গুলি করা হয়েছিল। মৃত্যুর প্রায় ছয় ঘণ্টা পর নিহত বিএসএফ সদস্যের লাশ উদ্ধার করা হয়।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর