২০ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:৫৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাইট বন্ধ করবে উত্তর কোরিয়া : মুন

অনলাইন ডেস্ক

ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাইট বন্ধ করবে উত্তর কোরিয়া : মুন

পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এক্ষেত্রে মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করছে দক্ষিণ কোরিয়া। তারই জের ধরে দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইন পিয়ংইয়ং এ কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর বুধবার বলেছেন, উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাইট টংচাং-রি বন্ধ করে দেবে।

এ সময় মুন সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাইট টংচাং-রি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সুবিধা স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে।’

সূত্র: এএফপি


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর