২০ সেপ্টেম্বর, ২০১৮ ০৬:১৯

যুদ্ধের শঙ্কা বাড়িয়ে এগিয়ে আসছে ন্যাটো যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

যুদ্ধের শঙ্কা বাড়িয়ে এগিয়ে আসছে ন্যাটো যুদ্ধজাহাজ

ফাইল ছবি

সিরিয়া ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে আন্তর্জাতিক মহল। জানা গেছে, পূর্ব ভূমধ্যসাগরে নৌ উপস্থিতি বাড়াচ্ছে ন্যাটো।

এ ব্যাপারে ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিমা নৌবাহিনীর তৎপরতা পর্যবেক্ষণকারী কয়েকটি ওয়েবসাইটের বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, ন্যাটো মেরিটাইম গ্রুপ-২ এর কয়েকটি যুদ্ধজাহাজ সিরিয়ার উপকূলের দিকে এগিয়ে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ন্যাটোর বহরে রয়েছে হল্যান্ড, কানাডা ও গ্রিসের কয়েকটি ফ্রিগেট।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ভূমধ্যসাগরে তৎপর মার্কিন নৌবহরের সঙ্গে যুক্ত হতে লস অ্যাঞ্জেলেস-ক্লাস সাবমেরিন রওয়ানা দিয়েছে। এ সাবমেরিনে দীর্ঘপাল্লার সাবসনিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।

উল্লেখ্য, ইদলিব প্রদেশে রাসায়নিক সম্ভাব্য হামলার সাজানো নাটককে কেন্দ্র করে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা চালাতে পারে বলে যখন দিন দিন শঙ্কা বাড়ছে, তখনই ন্যাটো বাহিনীর উপস্থিতি জোরদারের এই খবর বের হলো।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর