২২ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৪৯

যুক্তরাজ্যকে সম্মান দেখাতে ইইউর প্রতি আহ্বান তেরেসার

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যকে সম্মান দেখাতে ইইউর প্রতি আহ্বান তেরেসার

ডোনাল্ড ট্রাস্ক ও তেরেসা মে (ডানে)

ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যকে সম্মান দেখাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়ায় (ব্রেক্সিট) তিনি সংগঠনটির প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। যুক্তরাজ্যও সেটি ইইউর কাছ থেকে আশা করে। 

তেরেসা মে আরও বলেন, দরকষাকষির শেষ পর্যায়ে এসে কোনো ব্যাখ্যা কিংবা পাল্টা প্রস্তাব দেয়া ছাড়াই অন্য পক্ষের প্রস্তাব প্রত্যাখান করা মোটেও গ্রহণযোগ্য নয়।

২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্য সরকার এ প্রক্রিয়ার জন্য যে প্রস্তাব দিয়েছে তাতে সম্মত হতে পারেনি ইইউ। এ বিষয়ে ইউরোপিয়ার কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্ক বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে একটা সমঝোতা সম্ভব। কিন্তু যুক্তরাজ্য প্রস্তাব দিয়েছে তা নিয়ে পুনরায় কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি। এ নিয়ে তিনি ফের আলোচনারও পরামর্শ দিয়েছেন। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর