২২ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৫৫

'একবেলা খাওয়ার পর ইয়েমেনের মানুষ জানে না আরেক বেলা কি হবে'

অনলাইন ডেস্ক

'একবেলা খাওয়ার পর ইয়েমেনের মানুষ জানে না আরেক বেলা কি হবে'

ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র আদনান হাজাম বলেছেন, হুদায়দা প্রদেশে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। 

শনিবার সাংবাদিকদের বলেছেন, হুদায়দা শহরের বেশিরভাগ মানুষের এখন স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে জরুরি ভিত্তিতে সহযোগিতা দরকার।

এদিকে, জাতিসংঘের ত্রাণ বিষয়ক কর্মকর্তা লিজ গ্রান্ডি বলেছেন- হুদায়দায় যুদ্ধের কারণে ৭৬ হাজার পরিবার বাস্তুহারা হয়ে পড়েছে। প্রদেশের ২৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে এবং ৯ লাখা মানুষ খাদ্য সংকটে রয়েছে। তারা একবেলা খাওয়ার পর জানে না আরেক বেলা খেতে পারবেন কিনা। 

এর আগেও বহুবার জাতিসংঘ ইয়েমেনের হুদায়দায় নানা ধরণের সংকটের বিষয়ে সতর্ক করেছে। হুদায়দায় সৌদি নেতৃত্বাধীন হামলার কারণে দেশটিতে খাদ্য সরবরাহেও সমস্যা সৃষ্টি হয়েছে। 

গত ১৩ জুন থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হুদায়দা বন্দরে ব্যাপক হামলা শুরু করেছে। তবে তারা এখন পর্যন্ত পর্যন্ত কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর