২২ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৫৫

তিন মাসে ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে চীন

অনলাইন ডেস্ক

তিন মাসে ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে চীন

প্রতীকী ছবি

গত তিন মাসে কমপক্ষে ৪ হাজার ওয়েবসাইট বন্ধ করেছে চীনা সরকার। দেশটির পক্ষ থেকে বলা হয়, এসব ওয়েব সাইটে ভুল তথ্য উপস্থাপন,

জুয়া, অশ্লীলতা ও গুজব ছড়ানো হয়েছে। তাই এসব রুখতেই চীন এ বছরের মে মাস থেকে এ কার্যক্রম শুরু করে। এছাড়াও দেশটি অনলাইন অ্যাক্টিভিস্টদের বহু অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
 
তবে অনেকে বলছে, চীন সরকার ইন্টারনেটের ওপর তাদের খবরদারি বজায় রাখতে এমনটি করছে।
 
অশ্লীল এবং অবৈধ প্রকাশনার বিরুদ্ধে কাজ করা চীনের এক জাতীয় সংস্থা জানায়, গত তিন মাসে প্রায় দেড় লক্ষাধিক ক্ষতিকর তথ্য মুছে ফেলা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর