২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৩৩

কলেরায় নাইজেরিয়ায় ৯৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩১২৬

অনলাইন ডেস্ক

কলেরায় নাইজেরিয়ায় ৯৭ জনের মৃত্যু, আক্রান্ত ৩১২৬

সংগৃহীত ছবি

গত দুই সপ্তাহে কলেরায় আক্রান্ত হয়ে নাইজেরিয়ায় ৯৭ জনের মৃত্যু হয়েছে।

দেশটির উত্তরপূর্বাঞ্চলে বন্যা ও ভারী বর্ষণে কারণে কলেরার বিস্তার ঘটে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) জানিয়েছে, ইয়োবে ও বোর্নো প্রদেশে এখন পর্যন্ত তিন হাজার ১২৬ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯৭ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, বর্ষাকালে লেক চাঁদ অঞ্চলে পানিবাহিত রোগের বিস্তার বেড়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত স্যানিটেশন এবং ভূগর্ভস্থ পানির স্বল্পতা।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর