২৩ সেপ্টেম্বর, ২০১৮ ২২:১০

তানজানিয়ায় ফেরি দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়াল

অনলাইন ডেস্ক

তানজানিয়ায় ফেরি দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়াল

তানজানিয়ার লেক ভিক্টোরিয়াতে ভয়াবহ ফেরি দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা দুইশো ছাড়িয়েছে। এদিকে রবিবার নিহতদের সমাহিত করার প্রস্তুতি নিচ্ছে শোকাহত পরিবারগুলো।

মওয়ানজা প্রদেশের গর্ভনর জন মংগেলো বলেন, একশ লোকের ধারণক্ষমতার এমভি নাইরীরী ফেরীতে কয়েকগুণ বেশি যাত্রী বহন করার কারনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ২১৮ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। ৪১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গর্ভণর জন আরও বলেন, যাদের মরদেহগুলো সনাক্ত করা যায়নি শুধুমাত্র তাদের সরকার সমাহিত করার ব্যবস্থা নেবে।

দেশটির পরিবহণমন্ত্রী ইসহাক কামওলি বলেন, নিহতদের মধ্যে তাদের পরিবার ১৭২ জনকে সনাক্ত করতে সক্ষম হয়েছে।

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ইতিমধ্যে ফেরি দুর্ঘটনার পর ফেরি ব্যবস্থাপনার সাথে জড়িতদের গ্রেফতারের এবং সেই সাথে চার দিনের রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে গত বৃহস্পতিবারের ফেরি দুর্ঘটনার পর আর কাউকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর