২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০১:৪৩

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন চীন-পাকিস্তান

অনলাইন ডেস্ক

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বিগ্ন চীন-পাকিস্তান

সংগৃহীত ছবি

ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণে সাফল্য পেয়েছে ভারত। গত রবিবার রাতে ওড়িশ্যার চাঁদিপুরের উপকূল থেকে এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র (মিসাইল) উৎক্ষেপণ করা হয়।  এদিকে ভারতের এই সাফল্যে চিন্তা বেড়েছে চীন ও পাকিস্তানের।

নতুন এই ক্ষেপণাস্ত্র শুধু আঘাত হানাই নয়, শত্রুপক্ষের কোনও মিসাইলকেও নিস্ক্রিয় করতে পারে। বিশেষ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও বিশেষ রাডার প্রযুক্তির মাধ্যমেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব বলেও জানানো হয়েছে। রাডার থেকে পাওয়া তথ্যের সাহায্যে প্রয়োজনে ব্যালিস্টিক মিসাইলের গতিপথ মুহূর্তেই পরিবর্তন করার ব্যবস্থা রাখা হয়েছে। রিডান্ড্যান্ট মাইক্রো ন্যাভিগেশন সিস্টেমের মাধ্যমে গোটা প্রক্রিয়াটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তবে ভারতের এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বেশ চিন্তায় রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ও চীন। একের পর এক সমরাস্ত্র সংগ্রহে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর