২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৪৩

ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবনায় বিপাকে গ্রিন কার্ড প্রত্যাশীরা

অনলাইন ডেস্ক

ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবনায় বিপাকে গ্রিন কার্ড প্রত্যাশীরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবনার ফলে বিপাকে পড়তে চলেছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে সরকারি সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জনকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়, নতুন প্রস্তাবনার ফলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে যেসব বিদেশি যাবেন কিংবা বর্তমানে অবস্থান করছেন তাদের সেবা পাওয়া দুষ্কর হয়ে দাঁড়াবে।

নতুন প্রস্তাবনা অনুযায়ী জানানো হয়, যেসকল অভিবাসীরা খাদ্য, বাসস্থান কিংবা স্বাস্থ্যসেবা নিচ্ছেন তারা দেশের বোঝা হিসেবে বিবেচিত হবেন এবং তাদের গ্রিন কার্ড পাওয়ার আবেদন প্রত্যাখ্যান করা হবে।

সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি কার্স্টজেন নিয়েলসেন জানান, যুক্তরাষ্ট্রে যারা অভিবাসনের আবেদন করবেন তাদের নিজেদেরকে চালানোর মতো আর্থিকভাবে ক্ষমতাবান হতে হবে। এর কারণ, অভিবাসীরা যাতে আমেরিকান করদাতাদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায়।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর