শিরোনাম
২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১২:১৭

ভারতে তুষার ঝড়ে ৩৫ শিক্ষার্থীসহ নিখোঁজ ৪৫

অনলাইন ডেস্ক

ভারতে তুষার ঝড়ে ৩৫ শিক্ষার্থীসহ নিখোঁজ ৪৫

ভারতের হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে প্রবল তুষার ঝড়ে ৩৫ জন শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন নিখোঁজ হয়েছেন। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে হিমাচল প্রশাসন। প্রবল তুষারপাতের জেরে কোনো বিপত্তি হতে পারে বলে ধারণা করছে প্রশাসনের কর্মকর্তারা। নিখোঁজদের মধ্যে দেশটির রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) ৩৫ জন শিক্ষার্থী রয়েছেন। আজ সোমবার থেকেই তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। 
 
হিমাচলের লাহুল-স্পিতি জেলায় কয়েক দিন আগে ট্রেকিংয়ে যায় উত্তরাখণ্ডের রুরকি আইআইটি’র ওই ৩৫ জন ছাত্রসহ ৪৫ জনের একটি দল। হাম্পা পাসে ট্রেকিংয়ের পর তাদের মানালি আসার কথা ছিল। কিন্তু সোমবার থেকেই ওই দলের সাথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। 

এদিকে, হিমাচলের আবহাওয়া দফতর জানিয়েছে, মানালির কাছাকাছি ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পাশাপাশি গত কয়েক দিনে আরও বেশ কিছু এলাকায় ভারী তুষারপাত ও বৃষ্টিপাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো হিমাচল প্রদেশ। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর