২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪৭

দুর্নীতিবাজদের শাস্তি হবে, তবে যাবজ্জীবন নয়: মাহাথির

অনলাইন ডেস্ক

দুর্নীতিবাজদের শাস্তি হবে, তবে যাবজ্জীবন নয়: মাহাথির

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, 'দুর্নীতিবাজ মানুষদের অবশ্যই শাস্তি হতে হবে। তাই বলে সমস্যাটি এমন পর্যায়ে যায় নি যে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে।'

সোমবার লন্ডনে অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাহাথির আরও বলেন, দুর্নীতিবাজদের জেল হতে পারে। কতদিনের জেল হবে তা নির্ভর করে দুর্নীতির ধরনের ওপর। আমি মনে করি এক এক রকম দুর্নীতির এক এক রকম লেভেলের জন্য ভিন্ন ভিন্ন সাজা হওয়া উচিত। তাই বলে আমরা এমন কোনো পর্যায়ে যাই নি যেখানে লোকজনকে যাবজ্জীবন সাজা দিতে হবে।

মাহাথির মোহাম্মদ এমন সময় এ বক্তব্য দিলেন যখন পাহাড়সম দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তার বিরুদ্ধে দুর্নীতির বিচার চলমান। তাই এমন বক্তব্যকে অনেক গুরুত্বের সঙ্গে দেখছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

মাহাথির বলেন, মালয়েশিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর। কারণ, জনগণ রাজকীয় শাসকদের প্রতি অনুগত। আবার একই সঙ্গে তারা গণতন্ত্র চায়। আমরা মালয়েশিয়ায় সহিংসতা পছন্দ করি না। আমরা কোনো সরকারকে উৎখাত করিনি। সরকার পরিবর্তন হয় নিয়মের মাধ্যমে। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর