২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৩০

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বছরে ক্ষতি ৩৫ বিলিয়ন ডলার : বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বছরে ক্ষতি ৩৫ বিলিয়ন ডলার : বিশ্বব্যাংক

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে বছরে ক্ষতি হচ্ছে ৩৫ বিলিয়ন ডলারের ব্যবসা। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে বিশ্ব ব্যাংক।

দু'দেশের নেতাদের উভয়েরই তাদের দ্রারিদ্য দূর করতে বাণিজ্য বিস্তার চাইছে। ফলে শত্রুতা ভুলে সহযোগিতার হাত বাড়ানোর কথা বলছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, দু'দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৭ বিলিয়ন ডলার হতে পারে যদি দিল্লি ও ইসলামাবাদ তাদের বাধা সরিয়ে দেয়।

গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে আলাদা করে পাকিস্তানের অনুরোধে পররাষ্ট্রমন্ত্রী স্তরে আলোচনা হবে নিউইয়র্কে। এর আগে ২০১৫ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নওয়াজ শরিফের লাহোরের বাড়িতে গিয়েছিলেন আলোচনার জন্য। কিন্তু সেই আলোচনা কার্যত সফলতার মুখ দেখেনি।

বিডি প্রতিদিন/২৬ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর