২৬ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৫০
জাতিসংঘে ট্রাম্প

আমার প্রশাসনই দেশের 'ইতিহাসে সেরা'

অনলাইন ডেস্ক

আমার প্রশাসনই দেশের 'ইতিহাসে সেরা'

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিজের প্রশাসনকে সেরা দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘে দেয়া বক্তৃতায় তিনি এ দাবি করেন। তার বক্তৃতায় সময় সমবেত বিশ্ব নেতারা হাসছিলেন।

২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। তিনি বলেন, আমি আজ জাতিসংঘের সাধারণ পরিষদে দাঁড়িয়ে আছি আমাদের অসাধারণ অর্জন সবার সামনে তুলে ধরার জন্য। দুই বছরের কম সময়ে আমার প্রশাসনের অর্জন দেশের ইতিহাসে যে কোনো প্রশাসনের চেয়েও অনেক বেশি।

ট্রাম্প বলেন, আমাদের সামরিক বাহিনী আগে যেমন ছিল তার চেয়ে ভবিষ্যতে আরও বেশি শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্র আরও বেশি শক্তিশালী, নিরাপদ ও ধনী দেশে পরিণত হবে... আমরা আমেরিকার স্বার্থের জন্য এবং আমেরিকান নাগরিকদের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, অনির্বাচিত, দায়িত্বজ্ঞানহীন বৈশ্বিক আমলাতন্ত্রের কাছে আমরা আমেরিকার সার্বভৌমত্বকে বিসর্জন দেব না। আমেরিকাকে পরিচালনা করবে আমেরিকান নাগরিকরা। আমরা গ্লোবালিজমের মতাদর্শকে প্রত্যাখান করছি এবং দেশপ্রেমের আদর্শকে গ্রহণ করছি। 
সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর