১৪ অক্টোবর, ২০১৮ ১৪:২০

পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তির পথে চীন

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তির পথে চীন

ফাইল ছবি

এস-৪০০ মিসাইলের পাল্টা জবাব হাই এন্ড মিলিটারি ড্রোন৷ ভারত-রাশিয়ার মধ্যে এস-৪০০ মিসাইল চুক্তির পরই প্রতিরক্ষা খাতে পাকিস্তানের সঙ্গে বৃহত্তম ড্রোন চুক্তি করতে চলেছে চীন৷ পাকিস্তানকে ৪৮টি উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন সরবরাহ করবে চীন৷ 

জানা গেছে, যদিও এই ৪৮টি ড্রোন কিনতে কত টাকা খরচ হবে তা জানা যায়নি৷ পাকিস্তানের সামরিক অস্ত্রের বেশিরভাগই চীনের কাছ থেকে আমদানি করে৷ এছাড়া দুটি দেশ যৌথভাবে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট জেএফ থানডার উৎপাদন করছে৷ 

আগামী দিনে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স কামরা ও চিনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন যৌথভাবে ড্রোন উৎপাদন করবে৷ চীনা সরকারের এক সামরিক বিশেষজ্ঞের কথায়, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে৷ এছাড়া পাকিস্তানের ড্রোনের যে ঘাটতি আছে তা মেটাবে৷ 

পাকিস্তানকে আমেরিকাও ড্রোন সরবরাহ করে৷ মার্কিন প্রযুক্তিতে নির্মিত এমকিউ-১ প্রিডাটর ও এমকিউ-৯ রিপার প্রযুক্তিগতভাবে অনেক উন্নত৷ কিন্তু ওয়াশিংটন সীমিত পরিমাণে অস্ত্র রফতানি করে৷ চীনের সেরকম কোনও বাধ্যবাধকতা নেই৷

চীনের সেই বিশেষজ্ঞের দাবি, আগামী দিনে বিশ্ববাজারে চিনা ড্রোন একচেটিয়া ব্যবসা করবে৷ কারণ তারা কম খরচে উন্নত প্রযুক্তির অস্ত্র সরবরাহ করে৷ চীনা ড্রোনের অন্যতম ক্লায়েন্ট হল ইরাক ও সৌদি আরব৷ 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর