১৫ অক্টোবর, ২০১৮ ০৬:১২

‘ভারত একবার সার্জিক্যাল স্ট্রাইক চালালে পাকিস্তান দশবার চালাবে’

অনলাইন ডেস্ক

‘ভারত একবার সার্জিক্যাল স্ট্রাইক চালালে পাকিস্তান দশবার চালাবে’

প্রতীকী ছবি

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। চলছে বাতযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। পাকিস্তান সোনবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল আসিফ গফুর লন্ডনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই হুঁশিয়ারি দেন। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান কামর জাভেদ বাজওয়া।

এ সময় গফুর বলেন, ভারত যদি একবার পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে পাকিস্তান পাল্টা ১০ বার সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। রেডিও পাকিস্তান ওই খবর দিয়েছে। গফুর আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা হামলা করার পরিকল্পনা করে তারা ভালো করেই পাকিস্তানের ক্ষমতা জানে।

উল্লেখ্য, ২০১৬ সালে ২৯ সেপ্টেম্বর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা বিশেষ অভিযান চালায় বলে জানা গেছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর