১৫ অক্টোবর, ২০১৮ ২০:৫৩

তাইওয়ান আমাদের অবিচ্ছেদ্য অংশ, হস্তক্ষেপ বন্ধ করুন : যুক্তরাষ্ট্রকে চীন

অনলাইন ডেস্ক

তাইওয়ান আমাদের অবিচ্ছেদ্য অংশ, হস্তক্ষেপ বন্ধ করুন : যুক্তরাষ্ট্রকে চীন

তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে চীন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাংগ সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ও সামরিক যোগাযোগ বন্ধ করতে হবে।

চীনের মুখপাত্র আরও বলেছেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করতে হবে। শুধু তাইওয়ান নয় চীনের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় এমন দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। 

যুক্তরাষ্ট্রের বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চীনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। 

এর আগে ওয়াশিংটন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

চীন এর আগে বহুবার ঘোষণা করেছে, তাইওয়ান হচ্ছে দেশটির অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের স্বাধীনতা কখনোই মেনে নেওয়া হবে না। স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানকে সামরিক উপায়ে জবাব দেওয়া হবে।

বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর