১৬ অক্টোবর, ২০১৮ ০১:৩৮

খাশোগি হত্যা; তদন্তে সৌদি দূতাবাসে তুর্কি-সৌদি কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

খাশোগি হত্যা; তদন্তে সৌদি দূতাবাসে তুর্কি-সৌদি কর্মকর্তারা

তুরস্কের ইস্তানবুলে অবস্থিত সৌদি আরবের দূতাবাস। (সংগৃহীত ছবি)

সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনাটির যৌথ তদন্ত শুরু করতে তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের দূতাবাসে প্রবেশ করেছেন তুর্কি ও সৌদি কর্মকর্তারা। সোমবার (১৫ অক্টোবর ২০১৮) তুর্কি সরকার পরিচালিত আন্তর্জাতকি সংবাদ সংস্থা ‘আনাদোলু এজেন্সি’তে  প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একজন ভারপ্রাপ্ত প্রধান আইনজীবী এবং একজন সরকারি আইনজীবীকে এই দূতাবাসে তল্লাশি চালানোর দায়িত্বে নিযুক্ত করেছে ইস্তানবুলের প্রধান সরকারি আইনজীবীর দপ্তর। এছাড়া ইস্তানবুলের প্রাদেশিক নিরাপত্তা পরিচালকের দপ্তরের সন্ত্রাসবিরোধী শাখা এবং অপরাধের আলামত সংগ্রহকারী ইউনিটের বিশেষজ্ঞরা আছেন এই দলে।

এর আগে গতকাল রবিবার খাশোগি নিখোঁজ ইস্যুতে ফোনে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়্যিপ এরদোগান এবং সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তারা এই ঘটনা তদন্তে একটি যৌথ কমিটি গঠনে একমত হন বলে জানায় একাধিক তুর্কি প্রেসিডেনশিয়াল সূত্র।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর