১৬ অক্টোবর, ২০১৮ ০৩:৪৭

ভারতে ফাইটার জেট তৈরি করবে যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক

ভারতে ফাইটার জেট তৈরি করবে যুক্তরাষ্ট্র!

যুদ্ধবিমানের নতুন সংস্করণ F-16 ব্লক ৭০ (সংগৃহীত ছবি )

ভারতে F-16 ফাইটার জেট তৈরি করবে মার্কিন সংস্থা লকহিড মার্টিন। আগামী দু-তিন বছরের মধ্যেই শুরু হবে সেই প্রজেক্ট।

লকহিড মার্টিনের চিফ এক্সিকিউটিভ ফিল শ জানিয়েছেন, আগামী ২-৩ বছরের মধ্যেই ভারতের সঙ্গে পার্টনারশিপে বানানো হবে এই ফাইটার জেট। ভারতে মূলত বানানো হবে এই বিমানের উইং। ভারতের টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই বিমানের উইংস বানানো হবে। গত সেপ্টেম্বরেই এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে।

ভারতের F-16 যুদ্ধবিমান তৈরি হওয়া নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে। ভারতের লকহিড মার্টিন ও টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেডের যৌথ উদ্যোগে যুদ্ধবিমানের নতুন সংস্করণ F-16 ব্লক ৭০ তৈরি হওয়ার কথা। ভারত স্থানীয় ওয়েপন সিস্টেমও ব্যবহার করতে পারবে ওই এয়ারক্রাফটে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মার্কিন কংগ্রেসের উদ্দেশে আগেই স্পষ্ট জানানো হয় যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। F-18 ও F-16 ফাইটার ভারতে তৈরি করার বিষয়টিও সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও তরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর