১৬ অক্টোবর, ২০১৮ ১১:১৭

ক্যান্সারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের মৃত্যু

অনলাইন ডেস্ক

ক্যান্সারে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের মৃত্যু

সংগৃহীত ছবি

টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন মারা গেছেন। স্থানীয় সময় সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মার্কিন এ উদ্যোক্তা দীর্ঘদিন ধরে ‘নন-হজকিন লিম্ফোমা’ জটিলতায় ভুগছিলেন।

সোমবার বিকেলে তার পরিবারের সদস্যরা এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়, আমরা কৃতজ্ঞ যে, তার প্রজ্ঞা, সহমর্মিতা, বদান্যতার সঙ্গে পরিচিত হতে পেরেছি।

এদিকে মার্কিন এ উদ্যোক্তার সহকর্মী ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, আমার সবথেকে প্রিয় ও দীর্ঘদিনের বন্ধুদের মধ্যে একজনের প্রয়াণে আমি মর্মাহত।  বিবৃতিতে তিনি বলেন, লেকসাইড স্কুলের সেই পুরনো দিনগুলো, মাইক্রোসফট প্রতিষ্ঠার সহকর্মী, আমাদের অনেক দিনের মানবকল্যাণ মূলক কাজে পল ছিলেন একজন বিশ্বস্ত ও সত্যিকার বন্ধু। 

উল্লেখ্য, মৃত্যুর কিছুদিন আগে তিনি তার রোগ সম্পর্কে সবাইকে অবহিত করেন। সেসময় তিনি সুস্থ হওয়ার ব্যাপারে আশাও প্রকাশ করেছিলেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর